এখন তুমি ঘুমিয়ে আছ – অলোক বন্দ্যোপাধ্যায়
এখন তুমি ঘুমিয়ে আছ
আমার চোখে ঘুম যে নেই
মনের আকাশ শূন্য ধূ ধূ
হারিয়ে ফেলি কথার খেই
ভাবছি শুধু তোমার কথা
অবশ করা মন শরীর
বুকের মধ্যে ঘাই মেরে যায়
স্পর্শসুখ আর চোখ গভীর
হৃদয়পুরের বার্তা নিয়ে
ছুটতে থাকে মেঘ পিওন
চৈত্র মাসে ঘামতে থাকি
কখন জ্বলে শেষ নিওন
তুমিও কি এমন ভাব
এমনি করেই দুলতে থাক
যেমন দোলে রাই কিশোরীর
আদর মাখা ছোট্ট শরীর।।
খুব সুন্দর ছন্দময় কবিতা।