এ মৌসুমে শরৎ হতে চাই
প্রিয় আকাশ
এ মৌসুমে শরৎ হতে চাই
অভিমানী মেঘের বর্ষাতি
তুমি সরিয়ে ফেলতে পারো নিশ্চিন্তে
জলফুল কাশের সুতোয় গেঁথেছি
খোপা সাজাতে
অপেক্ষার জোনাক জ্বালিয়েছি দখিনের জানালায়
বিরহের পালক ছড়িয়ে দিয়েছি
পুবালি বাতাসে
বিস্ময় জমাবো, তাই
গোটা সমুদ্র করেছি জলহীন
অরণ্যও রেখেছে অনুরোধ
আদর জমাতে সেও হয়েছে রঙিন।
ওহে আকাশ
এ মৌসুমে তাই শরৎ হতে চাই
যার কিশোরী প্রণয় জমে বর্ষার সাথে
অথচ হেমন্তকে পেলেই চোখে জাগে
মহুয়ার নেশা মাখা প্রেম।