আজ ১০ই অক্টোবর , ২০২০ । আজ থেকে ঠিক ১০০ বছর আগে জন্মেছিলেন আমার অত্যন্ত আপনজন শ্রী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য। আজ ১০১ তম জন্মদিনে তাঁর কাছে যাবার জন্য মন খুব চাইছে। সাবধানতা নিয়েই বিকেলে যাব ইচ্ছা আছে। তিনি কবি, তিনি প্রাবন্ধিক, তিনি ‘সাহিত্য মেলা ‘ পত্রিকার সম্পাদক, তিনি সুবক্তা। তিনি স্বাধীনতা সংগ্রামী, অনেক পুরষ্কারে ভূষিত। তিনি ঋষি অরবিন্দের পথ অনুসরণ কারী। বহুজন প্রিয় এই মানুষ আমার কাছে আমার দাদু। আমরা তিন ভাই বোন দাদুর কাছ থেকে অনেক কিছু জেনেছি, কতটা শিখতে পেরেছি জানিনা। নামতার মাধ্যমে ইংরেজি শিখেছি দাদুর কাছে, দাদুর বাড়ির তিনতলার ছাদে পাশাপাশি ইজি চেয়ারে বসে দাদুর কাছে কত গান শিখেছি , আকাশের তারা চিনেছি। বানান ভুল হলে বকাও জুটেছে। প্রায়ই আমার এক মাথা ঝাঁকড়া চুল নারকেল তেল দিয়ে বসানোর চেষ্টা চলত দাদুর। ছোটবেলা জুড়ে আছেন তিনি। তাঁর কথা ফুরাবে না। আজকের অবেক্ষণ পত্রিকা উৎসর্গ করলাম শ্রী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য কে।
প্রকাশিত হল অক্টোবর মাসের দ্বিতীয় সংখ্যা। যারা লিখলেন সবাইকে পত্রিকার তরফ থেকে অভিনন্দন জানাই।পত্রিকার সমস্ত লেখক এবং সমস্ত পাঠক কে অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় , ভালোবাসায় আমাদের পথচলা।
আগামী সংখ্যা প্রকাশিত হবে ‘উৎসব সংখ্যা’ নামে। নামের মতই বিশেষ হবে এই সংখ্যা , কথা দিলাম ।
সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।
খুব সুন্দর শ্রদ্ধাজ্ঞাপন হল।
বাহ, আমি যদি আপনার মতো ওঁর অভিজ্ঞতা গুলো শুনতে ও শিখে নিতে পারতাম তাহলে ভীষণই উপকার হতো। আমি ওঁর সুস্থ সুন্দর ও দীর্ঘজীবন কামনা করি।
অপূর্ব।
সম্পাদকীয় অপূর্ব।