কবিতাঃ অরিন্দম মুখোপাধ্যায়

কবিতাঃ শিরোনামহীন ২ অরিন্দম মুখোপাধ্যায়

মনের ভিতর গেয়ে ওঠা গানে রেখে যাই ঋণ
নিঃশব্দে ধীরে অতি ধীর পায়ে সরে যায় অবয়ব
বহু দূর কোন মেঘের রাজত্বের আকাশে
আমি কি ছাই গিয়েছি সেখানে কখনো কোনদিন
তোমার হাত ধরে?

আমার কাছ থেকে চলে যাওয়া চুয়াল্লিশ উপসংহার
আর তার গায়ে লেপ্টে থাকা প্রতিটা মূহূর্ত
আর চাইনা ফিরে পেতে আঁশটে যৌনতার তীব্র গন্ধ
কেননা তোমার হৃদয়ে রোজ ফোটে
আমার ভোরের উপহার

10 thoughts on “কবিতাঃ অরিন্দম মুখোপাধ্যায়

    1. অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

    1. পাঠকই শেষ কথা পাঠককে ছুঁতে পারা শেষ কথা, আমি সর্বান্তকরণে স্বীকার করি। অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

    1. অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

    1. অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

Leave a Reply to কাকলি সেনগুপ্ত Cancel reply

Your email address will not be published. Required fields are marked *