কবিতাঃ শিরোনামহীন ২ অরিন্দম মুখোপাধ্যায়
মনের ভিতর গেয়ে ওঠা গানে রেখে যাই ঋণ
নিঃশব্দে ধীরে অতি ধীর পায়ে সরে যায় অবয়ব
বহু দূর কোন মেঘের রাজত্বের আকাশে
আমি কি ছাই গিয়েছি সেখানে কখনো কোনদিন
তোমার হাত ধরে?
আমার কাছ থেকে চলে যাওয়া চুয়াল্লিশ উপসংহার
আর তার গায়ে লেপ্টে থাকা প্রতিটা মূহূর্ত
আর চাইনা ফিরে পেতে আঁশটে যৌনতার তীব্র গন্ধ
কেননা তোমার হৃদয়ে রোজ ফোটে
আমার ভোরের উপহার
ভাল লাগল।💐
অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
খুব ভালো লাগলো।
পাঠকই শেষ কথা পাঠককে ছুঁতে পারা শেষ কথা, আমি সর্বান্তকরণে স্বীকার করি। অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
বিরহ ও মধুর হয়ে ওঠে। সুন্দর।
অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
ভালো লাগল।
অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
অসম্ভব ভালো একটা কবিতা পড়লাম।
ভালো লাগল অরিন্দম…