মিথ্যে
শুভ্রকান্তি মজুমদার
আমার এই ছোট্ট বুকে,
একটা আকাশ আছে।
খুব বড় নয়,অজস্র তারা নেই সেখানে
কিন্তু একটা সুন্দর চাঁদ আছে।
এখানে কোনো অমাবস্যা নেই
ভরা পূর্ণিমা এখানে সারা বছর।
আমার এই ছোট্ট বুকে,
একটা নদী আছে।
স্বচ্ছ টলটলে জলে ভরা সেই নদী
সারা বছর কলকল শব্দে বয়ে চলে।
টলটলে জলের নীচে চকচক করে
সাদা রঙের বালু।
আমার এই ছোট্ট বুকে,
একটা পাহাড় আছে।
সবুজ বনানীতে ভরা, মাঝারি সাইজের
সেই পাহাড়, পাখির কলতানে পূর্ণ।
ইচ্ছে হলেই সেই পাহাড়ের একমাত্র
ঝরনায় আমি স্নান করে নিই।
এসব আসলে বানিয়ে বানিয়ে
মিথ্যে কথা বললাম।
আমার এই ছোট্ট বুকে এক সাগর দুঃখ,
এক হিমালয় সমান বেদনা,
এক নদী ভরা চোখের জল নিয়ে
দিব্বি বেঁচে আছি।
আনন্দিত আমি।
মন ছুঁয়ে গেলো ।
অনেক ধন্যবাদ আপনাকে।
কি সুন্দর লাগলো কবিতাটি!
অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক শুভকামনা রইলো
অসাধারণ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য কবিকে অনেক ধন্যবাদ।
অনেক শুভকামনা রইলো।
মিথ্যে বানিয়ে বলা? বরং সুন্দর স্বপ্ন যা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক শুভকামনা রইলো।