বাংলার মুখ
লালন চাঁদ
ঘরের পাশেই বয়ে চলে তিরতিরে ইছেমোতি
সাঁঝের মফস্বল ঢাকা এপার ওপার
মুখরিত নববর্ষ
দিনান্তে ফিরে আসে কামরাঙা গোধূলি
হৃদয়ের মাচায় ঘুমিয়ে পড়ে রাত
ক্লান্ত হাওয়া শনশন
পাখি ডাকে ফুল ফোটে
রঙধনু রঙে মেতে ওঠে মন
উঠোন জুড়ে আলপনা। ফসলের ঘ্রাণ
এপারের হাটুরিয়া ওপারে
ওপারের যাত্রী এপারে
দুপারের কোলাহল জেগে ওঠে বুকের ভেতর
এ আমার বাংলা
বাংলার মুখ
বুকের মাঝে হাজার নববর্ষ মুখ তোলে সারাক্ষণ