নববর্ষ
অমিত কাশ্যপ
ছুটে চলা ট্রেনটি দেখ, কেমন ছুঁয়ে ছুঁয়ে
বাংলার ঘাসটি, মাটিটি, শীর্ণ নদীটির বুক
সকালের সতেজতা তালপাতা পাখাটির মতো
হারিয়ে গিয়েও নববর্ষের দ্বারটির পাশে
চওড়াহাটের কথা, প্রত্যন্ত গ্রাম কেমন উঠে আসে
শহর দখল নিতে থাকে বিজলির সঙ্গে রাস্তাঘাট
তোমরা ওই চিকন নদীর চমক ভাঙা দেখলে
সোনালি হাওয়ায় কেমন দুলে উঠল
নিরাপদ হাত ধোয় ভোরের সোনালি জলে
চায়ের দোকানে তখন মেলা বৈশাখী হাওয়া
গাজনে সেজে উঠেছে গ্রামের শৈবমন্দির
তুমি একবার সেই নিরালা স্টেশনটির কথা ভাব
পশ্চিমী আকাশ কখন যেন রাঙা হয়
বাউলের আসরের পর যাত্রাপালা, হরিশ্চন্দ্র
সারা রাত ছুঁয়ে থাকবে গ্রামের মেয়ে-মরদ
পরের দিন ভোরের আগুনে খুলে যাবে নববর্ষ