তুচ্ছ
তারাশংকর বন্দ্যোপাধ্যায়
কেউ বুঝি ডেকেছিল – এসো,
তখন সারা আকাশ ঝেঁপে ঝমঝমিয়ে বৃষ্টি,
গাঁয়ের সরু গলি দিয়ে ভেসে যাচ্ছে শুকনো পাতা,
ফেলে দেওয়া নকল বাঘছালের টুকরো,
আগের দিন যে যাত্রায় রাজা সেজেছিল
তার পোশাকের খুলে যাওয়া ঝলমলে কারুকাজ।
আমি বরাবর তুচ্ছ জিনিষের ভেসে যাওয়া দেখতে দেখতে
মূল্যবান ডাক আর শুনতেই পাইনি।
একদিন সেই ডাকও কাগজের নৌকা হয়ে ভেসে গেছে।