বন্ধন
অনিন্দ্য গোস্বামী
আমি যে কারাগারে, সে ঘরে যত বায়ু
আমারই মতো ঘোরে এ ঘরে বাকি আয়ু।
তারাও প্রতিবেশী দেওয়ালে এসে থামে,
শরীরে ঘেঁষাঘেঁষি, অচেনা আরও কমে।
শিকল ও একদিন আপন হয়ে যায়,
যত্নে রাখি তাকে নিজের আওতায়।
আমাকে বাঁধে যেটা, সেও তো বাঁধা ফাঁসে।
কয়েদ খানা ভিটা, মেনেছি সে আপোষে।
তবুও মনে গাঁথা তোমার স্মিত হাসি,
মননে ব্যাপকতা, জীবনে পাশাপাশি,
দুজনে পথ চলা, গমনে বাধাহীন,
সে স্মৃতি প্রাণখোলা, গহীনে অমলিন।
খুব ভাল লাগল কবিতাটি। “শিকল ও একদিন আপন হয়ে যায়”। সত্যি তো…. দীর্ঘদিনের বন্ধন ও কেমন অভ্যাস হয়ে যায় ! কিন্তু মুক্তি দাতা যে আছেন “গহীনে অমলিন।”