সেই কালো রঙ
অরূপ গুছাইত
ঈশ্বরের ছাঁচে তৈরি অন্ধকার দেখে
অবাক হই আজও প্রতিদিন
খরের ধমনী কিংবা মাটির ছাল
কোন কিছুই নেই, রঙ শুধু কালো।
দূরে চলে যেতে চাইলেও স্বপ্নের তাড়ায়
ফুস্ফুস ফুলিয়ে প্রতিযোগিতায় নামি
লাল-নীল ঘুড়ির সঙ্গে উড়ি মেঘেদের পাশে
সুতোয় ঝোলে বাঁধা পড়া সুখের দিন-রাত
কখনও বেনো জলে ভেসে ভেসে মোহনায়
ভিজে শরীরে অনুভব করি চরম উত্তাপ
আমার রক্তে মেশানো ভালোবাসার নেশায়
মুঠো ভরে পেতে চাই কেবল তোমায়।
ভোরের একচিলতে আলোয় অনিদ্রা চোখে
ধরা পড়ে শুধু অন্ধকার, সেই কালো রঙ।