বিষন্নতাকে নীল ডাউন দিয়েছি
-তাহমিনা শিল্পী
বিষন্নতাকে নীল ডাউন দিয়েছি
এইবারে আর কোন অবসাদ নেই
জলসুখ বুনতে বুনতে….
হাতের আঙুলে রোদ মেখে নেই
স্বপ্ন খুঁজে বেড়াই
পদ্ম পাতার ভাঁজেভাঁজে
কোন বাতাস ছাড়াই
শালিকের ঠোঁটে পালকে
তিরতির করে বয়ে চলে প্রেম
সবুজের সরলতায়
বাজাবো জলের নূপুর।