তোমার মত কেউ নেই
সুবোধ দে
তুমি কাছে এলে টের পাই কীভাবে এক জোড়া চোখ আশ্রয় হয়,
দূরে গেলে মনে মনে কী খুঁজি বুঝিনি প্রথমে, আজ যখন তুমি বল আছি আমি মননে, এক স্তর থেকে অন্য স্তরে জড়িয়ে —
একবার বুঝে গেলে অনুভব স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে যাবে আজীবন,
এত যে দিন গিয়ে রাত এলো, স্থিতি দাগ কেটে জানান দেয় বৃথা কিছু নয়, শুধু অন্তরে চাইলে সাড়া দিয়ে জানান দাও, তোমার মত কোথাও নেই এমন আশ্রয়।