কবিতাঃ লাশ – মৌমিতা রাবেয়া

লাশ
মৌমিতা রাবেয়া

লাশের উপরে লাশ জমছে
আমার তোমার সকলের লাশ
এই ভাবে একদিন
নর্দমায় পড়ে থাকবে।

অধিকার হারাতে হারাতে
তুমি আমি হাটে মাঠে
পড়ে থাকব একদিন
অধিকারহীন হয়ে।

মেনে নিতে নিতে
আমাদের সন্তানেরাও
মেনে নেবে একদিন
আমাদের কাপুরুষতা।

আমরা গুমঘরে লাশ হয়ে
তেমাথায় দাঁড়িয়ে
পথ খুঁজব
গঙ্গা সিন্ধু নর্মদায়।

লাশের উপরে লাশ জমছে
কাফনে কফিনে
আগুনে পরিশুদ্ধ হয়ে
ঐ যেন লাশ নড়ে চড়ে বসেছে।

One thought on “কবিতাঃ লাশ – মৌমিতা রাবেয়া

  1. মৌমিতা রাবেয়াজির কবিতাটি পড়লাম I লাশ।
    এটা কিন্ত কবিতার মানে উঠল না I এটা আমার মত। একটা ভাবনা পেছনে আছে; তা মানি I কিন্তু কবিতা হতে গেলে শব্দবন্ধের উপরে উঠতে হবে, যা এই কবি ব্যর্থ হয়েছেন পৌঁছে আর পাঠককে সামিল করতে I ভবিষ্যতে এই কবির কাছে আরো আশা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *