কবিতাঃ অবিরোধ – মধুপর্ণা বসু

অবিরোধ
মধুপর্ণা বসু

ঘনীভূত চিন্তার ঘোলা তরঙ্গ ভালোবাসা নামে তোমাকে দিয়েছি প্রিয় দুটো যুগের উত্তর পাড়ে,
শতসহস্র মান অভিমান মুক্তো মালা ছড়িয়ে
পড়ে আছে, মিথ্যে আশ্বাসের বারোমাসি নামচা।
তবুও শেষ হয়ে যায়, দেনাপাওনা হিসেব,অথবা
সংজ্ঞা শ্লোগান দাবী মান্যতার নিয়মমাফিক জাল
আমি সর্বস্বান্ত! আগুনে জল ঢেলে হৃদয় পেতেছি
মহাশূন্যে, অদাহ্য হৃদয়, ইন্দ্রিয় স্পর্শের ওপরে–
এ কোন সাংসারিক মায়া স্নেহময় গল্পপ্রিয়তা নয়,
তারও অনেক অনেক বেশী অলৌকিক বিস্ময়-
যে স্বেচ্ছায় হেরে যেতে পারে,নিশ্চিন্তে দাবি ছাড়ে,
জীবন সীমানা পরেও বুকের রক্ত সেচন মজ্জায়
অথবা দাগ মুছে দেওয়ার পরেও অদৃশ্য আলপনা
ভালোবাসা বপন করা অশরীরে সবই রয়ে যায়,
তেমনই জন্মান্তর অতীত তীব্র গাঢ় ভালোবাসা
সভ্যতার শেষ প্রেমের মালিকানা দিয়েছি তোমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *