আলো
মহাজিস মণ্ডল
অপেক্ষাগুলো রেখে আসো
ওই পাথরের কাছে
আর বন্ধ জানালা খুলে দাও
আকাশ, নেমে আসুক ঘরে
নদী থেমে গেলে সে আর
নদী থাকে না যেমন
ঠিক তেমনি মনের কোণে
অন্ধকার জমা হলে
মন বাঁচে না আর
তাই, আলোই হলো জীবনের
বেঁচে থাকার মূলমন্ত্র…
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
অপেক্ষাগুলো রেখে আসো
ওই পাথরের কাছে
আর বন্ধ জানালা খুলে দাও
আকাশ, নেমে আসুক ঘরে
নদী থেমে গেলে সে আর
নদী থাকে না যেমন
ঠিক তেমনি মনের কোণে
অন্ধকার জমা হলে
মন বাঁচে না আর
তাই, আলোই হলো জীবনের
বেঁচে থাকার মূলমন্ত্র…