নবুবা-৪৮
তৌফিক জহুর (বাংলাদেশ)
কিছু কথা কখনোই ভূমিষ্ঠ হয়না
নরকের আগুনে ভাপা পিঠার স্বাদ নিতে
হৃদয়ের উনুনে গ্রীষ্মের লাকড়ি গুঁজে অপেক্ষা করি
সত্যের রঙধনুতে শব্দের হাতুড়ি মেরে
যে আত্মা অন্ধকারে হেঁটে চলে একাকী
সাম্যের মোহন সুরে পৃথিবী থেকে উধাও হয়
ঝাঁক ঝাঁক যুদ্ধ বিমান,প্রেমের আতরে
দ্রৌপদীর শাড়ি বিন্দাস ঝাপটা মারে মুখে
আমরা হেঁটে যাই একসাথে হাত ছুঁয়ে
তোমার দিলের বাগানে একটা গাছ রোপণ করেছি
“আমরা হেঁটে যাই এক সাথে হাত ছুঁয়ে
তোমার দিলের বাগানে একটা গাছ রৌপণ করেছি” – অসাধারণ উচ্চারণ !