প্রজন্মের ঢেউ
দীপক মান্না
কী অভিলাষে অলিগলি থেকে চুঁইয়ে পড়া স্রোত
মিশে যাচ্ছে শহরের রাজপথে?
কী অভিলাষে চোখ বুজে ভেসে চলেছে প্রজন্মের ভেলা…কূলহীন, লক্ষ্যহীন?
সামনে শুধু এক সফেদ ঢেউ বিজয় পতাকা উড়িয়ে চলে….
পিছন পিছন ভেসে চলে হাজার হাজার অসহায় মাথা, কোমল মেরুদণ্ড আর এক বুক প্রত্যাশা?
কী আছে ওই স্রোতের ভিতর?
যে স্রোত ধুয়ে দেয় শহীদের রক্ত!
কোথায় কবে কোন শহীদের রক্তে
জন্ম নিয়েছে নতুন জীবন মন্ত্র!
কারা কবে শহীদের রক্তে খুঁজেছে চেতনার বীজ!
শহীদেরা আজন্মকাল ঘুমিয়ে থাকে স্রোতের নিচে
উপর দিয়ে বয়ে যায় উল্লসিত প্রজন্মের ঢেউ…