বৃষ্টি এলে
অনুপ ঘোষাল
বৃষ্টি এল, ভিজছে আকাশ
একলা নদীর ঢেউ,
বৃষ্টি মানে গ্যালিফ স্ট্রিটে
অপেক্ষাতে কেউ।
বৃষ্টি তোমার শূন্য পূরাণ
নিকট বাঁধা দূরে,
বৃষ্টি এলেই তোমার চিঠি
পড়ন্ত রোদ্দুরে।
বৃষ্টি শুধুই সৃষ্টি ভাসায়
দৃষ্টি নেশার বনে,
চুপকথাদের সঙ্গে ডুবি
রাতের ইষ্টিসনে।
বৃষ্টি তুমি এমনভাবেই
নিঃস্ব জারুল ফুলে,
তোমার সাথে প্রথম দেখা
স্লেট আর পেন্সিলে।
সে সব কথা পর্ণমোচী
সে সব কথা থাক,
আজকে শুধুই বৃষ্টি বলুক
বৃষ্টিও ধুয়ে যাক।
খুব ভালো লাগলো।