কবিতাঃ কুহক প্রণয় – অমলেন্দু বিশ্বাস

কুহক প্রণয়
অমলেন্দু বিশ্বাস

পুড়ে যায়, পুড়ে যায় তীব্র খরতাপে–
বৃক্ষলতা, প্রিয় জনপদ, পুকুরের জল।
#
ডাহুক দুপুরগুলো বিরহকাতর হয়ে উঠলে
শেষ অপরাহ্নে জেগে ওঠে কৃষ্ণমেঘ পশ্চিমের কোণে।
#
তবে কী আমার গৃহে — প্রবুদ্ধ অক্ষরগুলো
অসহ্য দহনে খুব দাপাচ্ছে গোপনে!
#
ওহে মেঘ, আজ তুমি ভেজাও আমার খাতাবন্দী
প্রিয় অক্ষরগুলিকে। উড়ুক হাওয়ায় তবে সবুজ সংশ্লেষে
শুধু সোঁদাগন্ধময় শব্দধ্বনির ব্যাঞ্জনা
সেতার-সরোদ বাজা যুগলবন্দী নব্য বন্দিশ
তাহলে আবার শুরু করি অনিন্দ্য বাগেশ্রী!
#
প্রফুল্ল পাঁজর জুড়ে থেকে যাক আমাদের কুহক প্রণয়!

3 thoughts on “কবিতাঃ কুহক প্রণয় – অমলেন্দু বিশ্বাস

  1. সুন্দর কবিতা। শুভেচ্ছা জানাই।

Leave a Reply to https://wwd.com/business-news/business-features/how-to-get-more-instagram-followers-1235787837/ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *