অবিশ্বাস
অনিন্দ্য গোস্বামী
আঁধার হলে হেলান দিল দুর্ভেদ্য ঢাল!
এখন না হয় একটু জিরোও কথা বলবো কাল।
জানি আমি সকাল হলেই থামের মতো রাগ-
মুছে দেবে আলিঙ্গনের শরীর ঘেরা দাগ।
জানি তুমি বধির হবে আকাশ হলে লাল,
তবু তুমি এখন জিরোও কথা বলবো কাল।
তুমি এখন যে পৃথিবী, তার কপালে চুমো,
ভোরের আগে বলবো না হয়, “সূর্য তুমি থামো;
যে জাগেনি, আমার কথা বলার আছে তাকে;
শুয়েছে যে আরো খানিক থাকুক আমার বুকে”।
দুপুর রোদে আকাশ ছোঁয়া থামের কাছে যাবো
স্পর্শ করে বলবো, এবার একটু গভীর ভাবো।
যা দেখেছো, বুঝেছো যা, সেটাই কি শেষ কথা?
অবিশ্বাস ই অস্ত্র ছোড়ে, মানুষ পায় ব্যাথা।
সমস্ত সম্পর্ক দূষণ অবিশ্বাস থেকে। চমৎকার কবিতা টি।