চিতার ওপারে যে বসন্ত দাঁড়িয়ে
তথাগত বন্দ্যোপাধ্যায়
চিতার ওপারে যে বসন্ত দাঁড়িয়ে,
আরও ক-মাস থামতে বলি তাকে।
বিষাদের পালা যে এখন!
এ অশ্রু কি পৌরুষবিরোধী?
হলেও ঝরতে দাও।
বাসন্তী রঙে ধুইয়ো না এক্ষুনি সব স্মৃতি।
করতে দাও শোকজ্ঞাপন।
থাকিইনা এমন সাদা-কালোর ঘোরে।
আসন্ন যে শোকযাপন, তা’তে-
দুঃখবিলাসী হতে দিও।
বসন্ত বোঝে, চলে যায় অন্য কারো দ্বারে।
আর আমি বুঝি-
সবার বসন্ত রঙিন নয়, সব বসন্ত রঙিন নয়।