কবিতাঃ তুই এসেছিলিস – মানসশুভ্র সরকার

তুই এসেছিলিস
মানসশুভ্র সরকার

গভীর নিশিথে এসেছিলিস
সংগোপনে অথচ দৃপ্ত পদক্ষেপে
ঝড়ে এলোমেলো ্মনের বাগানে
তারপর বৃষ্টি আর প্রশমিত তৃষ্ণা
অদৃষ্টের প্রাচীর ভেদ করে তোর বিক্ষেপ
মেঘ হয়ে ঘন ঘন গর্জেছিস আমার কাব্যে
মন ভাল করা অন্ধকার
তোর সজীব, তীব্র পুষ্টির চুন্বন
তোর আগুন নখে আমার জখমী গোপনট্যাটু
তুই বাঘিনী হলে হাসিমুখে তোর শিকার

রক্তহীন, ফ্যাকাশে হয়ে আয়না দেখি
আয়নাও বলে, তুই এসেছিলিস, সদর্পে

নিরাভরণ শরীরে হাত রাখলে আজও পাই
শুচি, মঙ্গলঘটের অনির্বাণ গন্ধ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *