স্পোর্টস
শুভ্রকান্তি মজুমদার
স্পোর্টসের সময় স্টার্টিং পয়েন্ট থেকে
রেডি, স্টেডি, গো বলে স্যার বন্দুক থেকে
গুলি ছুঁড়তেই দৌড় শুরু হয়েছিল।
গতি কমে এলেও,সেই দৌড় এখনো চলছে।
রেগুলার ক্লাস শেষ হয়ে গ্যাছে।
সিলেবাস শেষ হয়নি বলে,স্যারেরা
এখনো এক্সট্রা ক্লাস নিচ্ছেন।
এক্সট্রা ক্লাস মানেই, ধুঁকে ধুঁকে চলা।
ওই দৌড়ই এখন এই ধুঁকে ধু়ঁকে চলা।
সিলেবাস শেষ হলেই ক্লাস শেষ! তখন
আরো উঁচু ক্লাসে চলে যেতে হবে,অনেক উপরে।
জাবদা খাতার তালিকায় নাম উঠে গেলে পর,
আরো বড় এক স্যার ডেকে নেবেন ঠিক!