আশ্চর্য কুয়াশায়
মলয় চৌধুরী
যদি না যেতে পারি কিছু মনে কোর না
অনেক কারণেই পথ আটকে যায় ,
ইচ্ছে অথবা অনিচ্ছেয়
সাড়া দিতে হয় কান ছুঁয়ে যাওয়া ডাকে ।
ধাক্কা খেতে খেতে বহুবার
দিক বদলিয়েছে পরিযায়ী মন ,
ভেঙে যাওয়া সময়ের খণ্ডচিত্র এঁকে গেছে
আকাঙ্ক্ষার চোরাস্রোত ।
সম্পূর্ণ একটা ছবির জন্য কোলাজ জীবন
রঙিন কাগজের টুকরো খোঁজে ; তারপর অনিচ্ছাকৃত ভুলগুলো অচেনা রাস্তায় ফেলে
চলে যায় একদিন বিকেলে ,
দাঁড়িয়ে থাকে পাড় ভাঙা নদীটির ধারে
আলো নিবে এলে
আশ্চর্য কুয়াশায় ।।
বাহ্,খুব ভালো লাগলো রে।
খুব খুশি রে ।
দাদা খুব ভালো।
A+++++