ডানা বিষয়ক লেখা
মীরা মুখোপাধ্যায়
আমার , তোমার, সজলের, গোধূলির সব্বার….
সব্বার একজোড়া ডানা চাই
তারার কলকা আঁকা, বাতাসের মতো হালকা দ্রুতগামী একজোড়া ডানা
নিজেদের জন্যে নয়
আমরা সবাই আমাদের কবিতার কাঁধে
সে ডানা পরিয়ে দেবো
কবিতারা উড়ে যাবে উৎসুক পাঠকের কাছে…..
ত্যুসোর মিউজিয়ামে এ ডানা বিলানো হচ্ছে শুনে
আমরা সব্বাই ছুটছি আধার কার্ডের কপি নিয়ে
এই কবিতা মনে করিয়ে দিল শিশুকালে পড়া ঠাকুর রামকৃষ্ণের এক প্রায় বিস্মৃত বাণী “ফুল ফুটলে ভ্রমর আপনই আসে”। কবি কে ধন্যবাদ।
বাঃ। খুব ভাল লাগল।