সেইসব গ্রীষ্মের কবিতারা
মানস সরকার
একটা গন্ধের ভিতর আবিষ্কার হয়েছিল
আরও একটা বুনো গন্ধ
যা লেগে থাকত চোখ, নাক, কানে
ঠোঁটে লেগে থাকত আবিস্কৃত
দু- একটা করবী ফুল
গন্ধ, করবীরা চোখ মেলে কবিতার খাতায়
গ্রীষ্মের দখিনা হাওয়া
বাঁধা পড়ে কবিতায়
এখন পাথুরে শরীরে বিদেশি সুগন্ধি
সুগন্ধি হাসে মনমরা শার্টে
নীল মদের গ্লাসে নেই
লিপস্টিকের লবনাক্ত মানচিত্র
সাগরদ্বীপের নামগন্ধও নেই
এখন সব ঋতুতেই কবিতায় শীত
কবিতাপ্রেম ভীষণ কাঁপে….