আমার ইচ্ছে
মীরা মুখোপাধ্যায়
আমার মনে স্বপ্ন ছিলো বৃষ্টি হয়ে ঝরার….
কেউ বলে না, তবে আজকে দরকার নেই পড়ার
আমার ছিলো নদীর মতো ছুটে চলার ইচ্ছে….
আজকে কোচিং জিওগ্রাফির,
কেই বা যেতে দিচ্ছে !
ফুচকাওয়ালা নাকি মোড়ের আইসক্রীমের ঠেলা
কোনটা বেচা বেশি মজার ভেবে গড়ায় বেলা
পারিজাতের বনে আমায় চাকরি দিতেন যিনি
তিনি তো আর এখানে নেই, রবি ঠাকুর তিনি।
চমৎকার