কবিতাঃ একজীবন – রোকেয়া ইসলাম ( বাংলাদেশ)

একজীবন
রোকেয়া ইসলাম

সূর্যের সীমানায় দিনের নৃত্যকলা
সমাপনী পর্দায় হাত নাড়তেই
নেমে আসে ঝুমঝুম নিশি-পরী

রাত ছুঁতে পারেনা দিনের রুপালি আঁচল
দিনও মগ্ন বিরহে উপোসী রাতের
রাত আর দিনের এই ছোঁয়া- না- ছোঁয়ায়
আমাদের একজীবন।

জানি আমাকে ছোঁয়ার সাধ্য তোমার নেই
আমার করতলে রাত আছে দিন আছে, শুধু তোমার স্পর্শ ছাড়া..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *