অন্য আমি
মানস সরকার
সবাই যে ভাবে খারাপ হয়
সে ভাবে আমিও হলাম
নথিভুক্ত করলাম নিজের নাম জেনারেল কাস্টে
খেলার মাঠে নিয়মনীতির তোয়াক্কা না করে
যে ভাবে খেলোয়াড় সাজছে সবাই
আমিও সাজলাম, মুড়ে নিলাম জার্সিতে
খেলার প্রথম লক্ষ্য হল
নিজেকে চরম স্বার্থপর করে তোলো
অন্য কেউ গুরুত্বপূর্ণ জেনেও
নিজেকে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ করো
চারপাশে গড়ে তোলো জনতার সহানুভূতি
নিজের সত্তাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নাও
প্রত্যেকটা টুকরো অন্যের চেয়ে যেন আলাদা হয়
তারপর সে গুলো রাখো আলাদা আলাদা মানুষের কাছে
একেই বলে বহুগামী বলয়
তোমার সেই প্রত্যেক আলাদা টুকরো
আলাদা অস্তিত্ব, আলাদা দর্শনের কথা বলে
তৈরি হল, আমির ভেতর আমরা
ভাঙন, ধসের পোস্ট চলুক স্যোশাল মিডিয়ায়
আলাদা টুকরোরা আলাদা আলাদা মন্তব্য করুক তাতে
বদলাচ্ছ তুমি, ভাঙছে এককের জমি
দিকবিদিকশুন্য ছুটছে অন্য আমি…
বেশ ভাল। ধন্যবাদ।