কবিতাঃ ভালোবাসার অচিন গ্রহে – ভারতী বন্দ্যোপাধ্যায় ( কলকাতা)

ভালোবাসার অচিন গ্রহে
ভারতী বন্দ্যোপাধ্যায়

কবিতাকে সাজিয়ে নিয়ে
লেখার খাতা বিছিয়ে বসে
যন্ত্র যানে ছুটে চলি
স্টেশন থেকে কোন স্টেশনে
যন্ত্র যানের কুহু বাঁশি
বেজেই চলে একনাগাড়ে
#
আমি শুধু ছুটেই চলি
অচিন দেশে অচিন পুরে
লেখার খাতা সাতসকালে
পৌঁছে গেছে হাওয়ায় উড়ে
যেখানে সেই রাজার কুমার
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে,
#
সরষে ক্ষেতে বিছিয়ে রাখি হলুদ স্বপ্ন
মন্দার ঢেউ ভাঙতে ভাঙতে
ভাসতে-ভাসতে রাজার কন্যে
সোনার কাঠির ছোঁয়ায় জাগে
#
হয়তো আবার বৃক্ষ হব
পরজন্ম থাকে যদি
মহীরুহের ছায়া হয়ে
এলিয়ে পড়বো ধরিত্রীতে।।

One thought on “কবিতাঃ ভালোবাসার অচিন গ্রহে – ভারতী বন্দ্যোপাধ্যায় ( কলকাতা)

  1. খুব ভালো রচনশৈলী। ধন্যবাদ ।

Leave a Reply to রাধাকৃষ্ণ গোস্বামী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *