আকাল
তানিয়া বন্দ্যোপাধ্যায়
এই আকালেও স্বপ্নের আবদার
চলে আসে ঠিক প্রত্যহ মাঝরাতে
প্রতিদিন ভোরে আদর চাওয়ার ছলে
জল ভরা চোখে কাঙালের হাত পাতে
এই আকালেও মেঘ ডাকে, বাজ পড়ে
ভোলেনি সে তার কঠিন কঠোর রাগ
এই আকালেও বৃস্টি নিয়ম মেনে
প্রতিটি ফোঁটাতেই তোমাকে জড়িয়ে ধরে
এই আকালেও নদীর পাড়ের ঘাস
মাথা দোলায়, দুলতে থাকে বাতাসে
এই আকালেও চাঁদ গর্ভিণী হয়
ছলায় কলায় মাতায় জোছনা দিয়ে
শিউলি ফুলের নরম আবেশ নয়
ছাতিম ফুলের বুনো আশ্লেষ নিয়ে
স্বপ্নের সাজি ভরতে থাকবে ঠিকই
তুমি আর আমি থাকি বা না থাকি জেনো
জেনো প্রেম রবে নক্সী কাঁথায় বুনে
সব মুছে যাবে যা কিছু মিথ্যে,মেকি
জেনো প্রেসিডেন্ট রবে নক্সি কাঁথায়
বুনে …। সুন্দর। ধন্যবাদ।
প্রেসিডেন্ট নয় প্রেম। sorry. ধন্যবাদ
প্রেম রবে নক্সি….