কবিতাঃ আগমনী – জয়ন্ত বাগচী (কলকাতা)

আগমনী
জয়ন্ত বাগচী

ছেঁড়া ছেঁড়া মেঘের পর্দা সরিয়ে
লুটিয়ে পড়ছে সোনালী রোদ্দুর
স্বচ্ছতার ক্যানভাসে শুধু সাদা রঙ
দৃষ্টি চলে যায় দূর বহু দূর ।

হয়তো সেখানে কিছু বৃষ্টি ফোঁটা
গড়িয়ে পড়ছে চূর্ণ কুন্তল থেকে
বাস্তবের আঙিনায় এক কাব্যময় ছবি
বলতো কি নামে ডাকবো তোমাকে ?

তোমার রেশমী চুড়ির রিনরিন
উদাস করা ভাটীয়ালী সুর
এবার পান্সী ছোটাও মাঝিভাই
জেগেছে প্রকৃতিতে আগমনী রোদ্দুর!

One thought on “কবিতাঃ আগমনী – জয়ন্ত বাগচী (কলকাতা)

  1. এবার পানসি ছোটাও মাঝিভাই প্রকৃতিতে আগমনী রোদ্দুর‌ …বাঃ। ধন্যবাদ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *