কবিতাঃ পাঁচ রঙ্গ – জয়ন্ত চট্টোপাধ্যায় ( বিষ্ণুপুর,বাঁকুড়া )

পাঁচ রঙ্গ
জয়ন্ত চট্টোপাধ্যায়

১.
কতটা সমুদ্রভক্ষ্য তোমার আরাব
ছিঁড়ে নেয় দিনলিপি অথবা আকাশ
যন্ত্রণার খইগুলি মগজ পোড়ায়।

২.
একটি এলিজি ভেঙে কথা আর সুর
কাগজকুচির মতো টুকরো ব্যথা
বিরহরাগিনী জানি বরফছুরি
বেহালার ছড় টানে কৃতঘ্ন হাত।

৩.
প্রতিদিন সৌরচক্র জড়ায় শরীর
মানবিক বোধগুলি সূর্যশিকার
ফাঁদ পাতা পাখিগুলো নেশার বাহন
বিরামে অধ্যাত্মবোধ যাপনকৌশল
ব্লু প্রিন্ট ছকে নেয়া দানব হুংকার।
৪.
তারাদের প্রতীক্ষা মহাজাগতিক
একটি খণ্ডে যত নাচনকোঁদন
কল্পনার হাত দিয়ে কালপুরুষ ছুঁই
সুযোগ মিললে টানি ধনুক ও তির।
৫.
সেই চাঁদ আকাশ ও ঝুরো মেঘ
জ্যোৎস্নার ওড়াউড়ি কালো মথ
বামন বেঁধানো হাসি তবুও নিখাদ
চাঁদের উপল পেলে সাদা ফুল পাখি।

3 thoughts on “কবিতাঃ পাঁচ রঙ্গ – জয়ন্ত চট্টোপাধ্যায় ( বিষ্ণুপুর,বাঁকুড়া )

  1. কল্পনার হাত দিয়ে কালপুরুষ
    ছুঁই….বাঃ। ধন্যবাদ।

  2. আন্তরিক ধন্যবাদ। শ্রদ্ধা।

Leave a Reply to রাধাকৃষ্ণ গোস্বামী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *