কবিতাঃ উপল ভ্রমণে চলো সময় সারথী – অসীম দাস (কলকাতা)

উপল ভ্রমণে চলো সময় সারথী
অসীম দাস

উদ্ভিন্ন ভালবাসার গন্ধ পেয়ে পেয়ে
আমার জটায়ু শরীর থেকে
টুপটাপ ঝরে পড়ে গতায়ু আক্ষেপ ।
প্রলম্বিত রাত্রির চর্বিত চোয়াল ছেড়ে
সশব্দে উড়ে যায় বাজপাখি হানা ।
আমারই দর্পিত দীর্ঘশ্বাসের সিসিফাস দমে
আলো জ্বালে মোলায়েম এক মাঠ মুক্ত জোনাকি ।
ক্ষয়াটে আয়ুর বৃন্তে ফুটে ওঠে ভোরের মুকুল !

তবুও যে একা একা ফাঁকা লাগে আলোর বাগানে ।
নিষ্কম্প এ উত্তরণ নিঃঝুম নিঃসঙ্গ করে ।
সমষ্টির প্রতিপদে আমি পদাতিক ,
কিভাবে ভুলবো শত সহস্র
মিছিলের অপুষ্ট মুঠির সংলাপ ?
কিভাবে এড়াবো দৃশ্য দৃশ্যমান চোখে
দূরে ও অদূরে শুয়ে পিলসুজ ছায়া !
পূর্ব এবং উত্তর জন্মের দশদিক
ধরে আছে চন্দ্রিল চাঁদোয়ার মায়াবী উত্তাপ ।

উপল ভ্রমণে চলো সময় সারথী ,
তোমাদের সঙ্গ ছেড়ে একাকী যাবো না ।

One thought on “কবিতাঃ উপল ভ্রমণে চলো সময় সারথী – অসীম দাস (কলকাতা)

  1. উপল ভ্রমণে চলো সময় সারথি। দারুণ বলেছেন।ধন্যবাদ।

Leave a Reply to রাধাকৃষ্ণ গোস্বামী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *