কবিতাঃ তুমি আর প্রভু নও – অলোক বন্দ্যোপাধ্যায় (কলকাতা)

তুমি আর প্রভু নও
অলোক বন্দ্যোপাধ্যায়

এরা সব কাছে নয় বহু দূরে থাকে
আলোর আকাশ থেকে মেঘের গভীরে
এদের অনন্ত গতায়াত।

আমি দূর থেকে চেয়ে দেখি দিগন্তবিস্তৃত এক অপরূপ সাতরঙা বর্ণালির মুগ্ধ হাতছানি।

পাখিরা তো বন্দি নয়, বন্দি নয় লতাগুল্ম দীর্ঘ বনস্পতি
তাদের হৃদয়ে কোনো ভয় নেই, শঙ্কা নেই স্মৃতিচারণের
সামাজিক দূরত্বের বিধিবদ্ধ সতর্কীকরণ
পুলিশের লাঠি রক্তচক্ষু দেখায়নি তাকে

আমাদের মুগ্ধবোধ ব্যাকরণ শিখিযেছে ভিন্ন এক জীবনযাপন
খডির গন্ডির মধ্যে সীমাবদ্ধ, লক্ষণরেখার কাছে নতজানু মানবসমাজ
খুইয়েছে স্বাধীনতা–
তুমি আর প্রভু নও এই পৃথিবীর
ক্ষুদ্র কীটের মতো ক্ষণজীবী আয়ু নিয়ে
তোমার অলীক গর্ব তাসের ঘরের ‌মতো ধূলিসাৎ হয়ে যায় এ কালবেলায়।

2 thoughts on “কবিতাঃ তুমি আর প্রভু নও – অলোক বন্দ্যোপাধ্যায় (কলকাতা)

  1. লক্ষণরেখার কাছে নতজানু মানবসমাজ। এ যে সত্য। ধন্যবাদ।

Leave a Reply to manidipa sanyal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *