তেমন কোন পথে
মলয় চৌধুরী
এমন কোন পথে যাব এমন কোন রাতে
গাছের ছায়া পায়ের কাছে
কাটাকুটি খেলে,
আমিতো এক এলেবেলে
লম্বা হেঁটে যাব
তেমন কোন পথে।
নদীর মতো পথ চলেছে
পথের মতো নদী
এক পায়েতে ধুলো আর
অপর পায়ে জল,
ও আমার পথ দরদী
আঁজলা ভরা শৈবলিনী চল।
কখন নদী ঘুমিয়ে পড়ে
পথ চলতে থাকে
কে কার মুখ দেখে
নিরাসক্ত নিজস্ব আয়নায়,
পথের ছায়া দীর্ঘ দীর্ঘতর
নদী যখন ঘুমায়।
পথ চলে গেছে নদীর দিকে
পায়ে স্রোতের টান
নদী গেয়ে চলে হারিয়ে যাবার গান।
ছায়াগুলো সব কাটাকুটি খেলে
আমি তো এক এলেবেলে
লম্বা হেঁটে যাব
এমনই কোনো পথে ।।
ভাল লাগল । অভিনন্দন
খুব ভালো লাগল।