বাংলার মুখ
অতনু ভট্টাচার্য
ফুলকুসুমের কথা ডুমুরের ফুল
গোলমাল চিৎকার বোমা, গুলি খেলা
ভোটের পরের কথা— আতংকে গ্রাম
বাইকের দল এল রাত্তিরবেলা !
#
খুন হল আজও কেউ পুকুরের পাড়ে
ঝিঁঝিঁ স্তব্ধতা তবু কী কথা শোনায় …
জোনাকিরা ঘিরে আছে, ডাকছে কুকুর
আতত আঁধারে ভয় কুড়ে কুড়ে খায় !
ভাল লাগল
আবেগ বা গৌরব অন্ধ করেনি যাঁকে,
ভীতি বা লজ্জা করেনি যাঁকে মূক,
অসহায় সেই চোখ, বেদনা নিয়ে বুকে
দেখে, ভেসে ওঠা এই বাংলার মুখ।
কবিকে অভিনন্দন
নির্মম সত্য।
সত্য ছবি দেখলাম কবির কলমে। খুব ভালো লেখা।