সুখ
অঙ্কন বসু
জলের উপর শুয়ে রয়েছে চাঁদ
ছায়ার মানে মানুষটাতো বেঁচে
মারছে উঁকি আকাশ ভরা কাঁধ
মায়ার মত মেঘ গিয়েছে নেচে
মেঘও জানে শরীর বদলে নিতে
কখন যেন পাহাড়, কারো মুখ
চাঁদকে তুমি বলতে যদি দিতে
জলের উপর শোয়ার কত সুখ
জলের উপর ভাসছে কারো তরী
আকাশ থেকে কান্না কারো নামে
চাঁদের কি নাম আজকে আশাবরী
জানতে চিঠি ঝিলিক মোড়া খামে
জলের উপর মুখ দেখেছি নিজের
আমার সাথে মিল নেই একটুও
শরীর আমার সঙ্গী যত ক্ষিদের
চাঁদকে আমার সঙ্গে শুতে দিও
খুব ভালো লাগলো
খুব ভালো লাগলো । শুভেচ্ছা জানাই ।
বাঃ , খুব ভাল।
কী অপূর্ব কবিতা!