কবিতাঃ বসবাস – ইন্দ্রাণী দত্ত পান্না

বসবাস
ইন্দ্রাণী দত্ত পান্না

একটা মাছরাঙা উদাস বসে থাকে
উঁচু শাখায়, একটা ঘুঘু উইন্ডো
এসির খাঁচায় খুটখাট করেই চলে,
ফিশবোন ক্যাকটাস গ্রিল জড়িয়ে
উঠে চলেছে, কমলা জবায় উজ্জ্বল
টবের পরিবেশ,অ্যাডোনিয়ামের
ওপর সোনালী ফড়িং এর ভাস্কর্য,
একটা বন্ধ ঘড়িতে আটটা কুড়ি
থেমে থাকে,পাপোশের ওপর অসুস্থ
বেড়াল, দৃশ্য শব্দহীন টেলিভিশন,
বইএর আলমারিগুলো দেয়ালে

আঁকা হয়ে থাকে, ডোরাকাটা
টিকটিকি হাত পা ছেতড়ে ধীরে
এগোয় খাবারের দিকে, বৃষ্টির ছাঁট
পর্দা ভেজায়,কল থেকে টুপটুপ
করে জল পড়ে হলুদ
বালতিতে,খাবারঘরে ঝোলের গন্ধ
ভেসে থাকে,ডিম মুখে নিয়ে দেয়াল
বেয়ে পরিশ্রমী পিঁপড়ের সারি
চলতেই থাকে,টেলিফোনে শুধু
শুনে যাওয়া আর প্রতিক্রিয়ার
মনোসিলেবল্

লেখার টেবিল জুড়ে না লেখা
কবিতা গল্পরা বিনিয়ে বিনিয়ে কাঁদে
আর ঐটুকু শব্দেই বাড়িটা মাথা
দোলায় বুক চাপড়ায় মাথা দোলায়,
বুক চাপড়ায় মাথা দোলায়…

মাছরাঙাটা হঠাৎ তীব্র ডেকে ওঠে।

3 thoughts on “কবিতাঃ বসবাস – ইন্দ্রাণী দত্ত পান্না

Leave a Reply to Soma Sengupta Mukherjee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *