একটা ফ্রি-কিক
শুভাশীষ দত্ত
একটা ফ্রি-কিক।
জীবন দাঁড়িয়ে থাকে জানালায় –
বড্ড জটিল হয়ে গেল সব
ভাবে – আর দ্যাখে
একটা ফ্রি-কিক
নিচ্ছেন লিওনেল মেসি।
তখনই রক্ত চঞ্চল
তখনই চোখ জ্ব’লে ওঠে
নিঃশ্বাস থমকে থাকে তার –
সৃষ্টি ধ্বংস আদি অন্ত মহাবিশ্ব মহাকাল
জপে এক দুই জপে তিন চার
আকাশে আকাশে ঘাসে ঘাসে
দন্ড পল মুহূর্ত জপে
পতঙ্গ কীট।
একটা ফ্রি-কিক
নিচ্ছেন শ্রী লিওনেল।