শব্দ হীন শব্দের শান্তি আসে না
অসীম দাস
বিজন বৈরাগ্য সুখে বরফও গলে না ।
নিরুত্তাপ মৃত্তিকার মূলে সবুজের শ্রমণ প্রতিভা ,
অনশনে আনচান খানখান নীরবতা ভেঙে
সহজিয়া সুজাতার পরমান্ন খোঁজে !
মিছিলের মুষ্টি শোকে উদাসীন চোখের কর্নিয়া ,
ঘুমন্ত হেঁটে যাওয়া চির বিনিদ্র লেডি ম্যাকবেথ !
অনিবার্য কুরুক্ষেত্র ভুলে নিরপেক্ষ বলরাম হলে
চলন্ত চক্রব্যূহের চক্র আটকে থাকে না ।
নিমগ্ন নির্জন ধ্যানে কবিতার শব্দ আসে ,
শব্দ হীন শব্দের শান্তি আসে না !
আড়ালে আবডালে মেঘের আবদারে
রোমান্টিক রৌদ্রে পোড়ো কবি ,
রৌদ্রের শৌর্য পোড়ে না !