শব্দ চিঠি
জয়ন্ত চট্টোপাধ্যায়
শব্দের পাশে শব্দ বসিয়ে সেই চিঠিটি লিখতে পারিনি
যাতে তিনটে সুখের গল্প একটা আনন্দসংবাদ
তিনটে ব্যর্থতার আক্ষেপ ছটা ভুল অঙ্কের কাটাকুটি
আর ছত্রিশটা সমস্যা গাঁথা থাকবে।
উপরওয়ালা নামের আজব চিজ-এর প্রতি বিশ্বাস ও
বিশ্বাসভঙ্গের বিলাপ ইমপিচমেন্টের প্রার্থনা বা
গালাগালি অভিশাপ নির্ভুলভাবে তার ভুল ভরিয়ে
দেওয়া কথাগুলো সব জানা সব শব্দ শব্দবন্ধ আবেগ
তবু লেখা আর হয়ে ওঠেনি।
মিষ্টি কথায় পৃষ্ঠাপূরণের কোনো প্রশ্ন নেই তবে
আত্মদর্শনের তত্ত্ব জমা চেতনার গোপনে যার কোন
বোধগম্যতা নেই সেগুলিও লিপিবদ্ধ হয়নি এখনো।
সেই প্রলাপে অনেককেই উত্যক্ত করতে চাই কিন্তু সামনে
প্রাচীর হয়ে দাঁড়ান তথাগত আর তাঁর দুর্লঙ্ঘ্য হাসি হিংসাহীন।
তাই সেই বিস্ফোরক ভর্তি চিঠিটি আর লেখা হয়ে ওঠে না।
ভালো লাগল।
আন্তরিক ধন্যবাদ।