প্রোটোকল
শুভ্রকান্তি মজুমদার
তোমাকে আমার খুব চেনা চেনা মনে হয় বরাবর! তুমি
কি আগে হরিহর পাড়ায় থাকতে? আচ্ছা পুকুর পাড়ের
বড় রাস্তাটা দিয়ে গেলেই তোমার বাড়ি ছিল? ঠিক রানী
রাসমনি স্কুলের কাছাকাছি! তুমি কি লাহিড়ী বাড়ির মেয়ে?
তাহলে আমি নিশ্চিত তুমি আমার প্রথম প্রেমিকা!
তোমাদের বাড়ির পিছন দিকে একটা জামরুলের গাছ ছিল।
থোকা থোকা জামরুল ধরত তাতে।
সেদিন অনেক করে তোমার নিরাভরণ হাত ধরতে চেয়েছিলাম
আমি, তুমি ফিরেও তাকাওনি।
আজ তোমাকে ডাক দিতে না দিতে,
শুধু হাত নয়, তুমি কোল পেতে দিয়েছো! সেদিন দুয়ারের
সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে চেয়েছিলাম আমি, সাড়া দাওনি!
এতদিন পর আজ তুমি দুয়ার খুলে ভিতরে ডেকে নিতে চেয়েছ!
কিন্তু এখন তোমার গা ভর্তি সোনার গয়না যে ! এখন আমি
তোমার কাছে কী করে যাব?
প্রোটোকলে আটকে যাব যে!
অসাধারণ…
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
খুব ভালো। অভিনন্দন।
অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏