কবিতাঃ ঈশ্বর হতে চাইলেই – অমিত মজুমদার

ঈশ্বর হতে চাইলেই
অমিত মজুমদার

আমার মৃত্যুদিন এখনও ধার্য্য হয়নি বলে
তুমি ফুল তুলেও মালা গাঁথতে পারছো না আমার জন্য
প্রতিদিন গাছগুলো ফুটিয়ে চলেছে তোমার গোছা গোছা ফুল।
আর এই মৃতদেহের উৎসবে
তাদের পূর্ণতা দিয়ে একটা নিকট মৃতদেহ খুঁজে পাচ্ছো না…

রজনীতে ফুলের মরশুমে এলেই বড় উতলা হয়ে উঠি
বাগানের গাছসমগ্র পড়তে পড়তে ভাবি দেহসর্বস্ব পুরুষ কি
ফুল ফোটা দেখলে আতঙ্কিত হয় ?

তুমি ফুল তোলো। মালা গাঁথো। ঈশ্বরের গলায় দাও
অথচ আমি ঈশ্বর হতে চাইলেই ফুল থেকে খুলে নাও সুতো।

4 thoughts on “কবিতাঃ ঈশ্বর হতে চাইলেই – অমিত মজুমদার

  1. অপূর্ব কৌশলী রচনা। ধন্যবাদ কবি।

Leave a Reply to Radhakrishna Goswami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *