কবিতাঃ আড়াল ভেঙে ফিরলে যখন – অনুপম দাশশর্মা

আড়াল ভেঙে ফিরলে যখন
অনুপম দাশশর্মা

‘বহুদিন আড়াল খুঁজেছি। এখন না বলা হলে
আর হয়তো বলাই হবে না’

কেন এমন কথা? কেন এমন ভয়!
বহুদিন পরে বেজে উঠেছ যখন ভোরসংগীতে
সরে থাক মলিন মর্মকথা সমূদায়।

অজ্ঞাত বাসে মলিন ছিল জিজ্ঞাসা অবয়বের
মাথা কুটেও পাইনি দিশা তোমার কোনমতেই
নিজস্ব কম্পাসে
জল থেকে পাথর, পাথর থেকে শূন‍্যবলয়ে
পাখসাট মেরেছে অক্ষরড্রোন
ফিরে এসেছি নতমুখে অবিশ্বাস্য মনখারাপ নিয়ে।

আজ যখন পাথর কুড়োনোর বাদামি দিনগুলি স্থির
দ্বিধাবোধ থাকুক বাহিরপথে
চোখে ফুটুক দ্বৈত সমর্পণের দুটি শতদল।

3 thoughts on “কবিতাঃ আড়াল ভেঙে ফিরলে যখন – অনুপম দাশশর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *