নিশানা
বানীয়া সাহা
ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক শরীরে রোদ মেখে
নীল সবুজের মুগ্ধতাকে নিচ্ছিল বেশ দেখে।
খড়কুটোতে স্বপ্ন বেঁধে সে কি মজার খেলা!
চোখ দুটো হায় জুড়িয়ে যায় এমন শান্ত বেলা।
দিব্যি বরণ করলো আমায় চঞ্চুতে সুর নিয়ে
গুটিকতক ঝরা পাতার আসন পেতে দিয়ে।
হঠাৎ ডানা ঝাপটে ওঠে, স্পষ্ট চেয়ে থাকি
তবে কি সে আমায় দেখে ভয় পেয়েছে নাকি!
চমকে দেখি বাঁকা ঠোঁটে সিগারেটের ধোঁয়া
রেখে গেল কচি ডালে বিলাসিতার ছোঁয়া।
আবছা কোন এক মৃত্যু ছায়া উঠলো বুঝি দুলে
নিশানাটা ফসকে গেছে একটুখানি ভুলে।