প্রশ্ন করার ঘামতেলে
অমিত চক্রবর্তী
সবজান্তার দেশে আমি সংশয়ী চাই কিছু
প্রশ্ন করা মন, অবিলম্ব উত্তর নয়। অনর্গল বকাতে
আর আনন্দ পাই না, শুনতে চাই বেশি।
শুনছি ওই যুবতীর কথা,
বিয়ে ভাবার আগে জিন এডিটিং
তুমি কি রান্না চড়ালে যুবক, তার সাথে এগোতে?
শুনছি ওই গ্রামিণ প্রান্তিক, ছেঁড়া ক্যাম্বিস জুতো,
রাগিণী খেলায় ক্ষেতের সেতারে।
তুমি কি ছুঁড়বে তাকে হায়েনার মুখে?
এত প্রশ্ন, বিষকন্যা, হলাহল, তৃষ্ণা, তৃষ্ণা,
নেই কিন্ত সহজ অথবা ঝাপসা উত্তর।
শুধু মজা পায় সম্মুখ মগজ, নিউরনগুলি ফুটন্ত,
ভলিতে ভলিতে প্রাণের টেনিস –
দেখতে পাচ্ছি রূপান্তর তোমার, তুমি দেখছ আমার,
কাঁচা রং প্রতিমার মত ঝলমল করে
প্রশ্ন করার ঘামতেলে।
বাহ সুন্দর।