কবিতাঃ ভ্রম না সত্য – মৌমিতা রাবেয়া (কলকাতা)

ভ্রম না সত্য
মৌমিতা রাবেয়া

তৃতীয়ার এক ফালি চাঁদের বাঁ দিক ঘেঁসে-
পুব আকাশে একটা তারা জ্বল জ্বল করছে….
ঠিক যেমন তোমার ঠোঁটের বাঁ দিকে ছিল।
দেখে মনে হল ইশারায় ডাকছো বুঝি-
যেমন ডাকতে;
ভাবি এ আমার ভ্রম..

গলি পথে যেতে যেতে কান্না ভেসে এল ;
মনে হল তুমি বুঝি কাঁদছো
যেমন কাঁদতে তেমন নয়; যন্ত্রণার গোঙানি…
ভাবি এ আমার ভ্রম ..

পথের শেষে এক ভাঙাচোরা বাড়ি-
ঘন ঘন কড়া নাড়ি,
পায়ের শব্দ চেনা লাগে; তোমার পায়ের মত-
হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছো- তুমি?
ভাবি এ ও আমার ভ্রম —
না সত্য ?
মন বলে ….ভ্রম শুধুই ভ্রম।

One thought on “কবিতাঃ ভ্রম না সত্য – মৌমিতা রাবেয়া (কলকাতা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *