কবিতাঃ কোনও এক বিশ্বে – চন্দন আচার্য (কলকাতা)

কোনও এক বিশ্বে
চন্দন আচার্য

তোমার সুড়ঙ্গ পথে পাড়ি দেবো আজ
চলে যাব বহুদূর আরেক সকালে
এখানে ফুরায় আলো খসে পড়ে তাজ
প্রদীপ আগলে রাখা নিরন্ন অকালে ।

তারাভরা মায়াময় যুগ মাঝখানে
কোথায় থাকবে বলো প্রাণময় কণা
তার চেয়ে ঢের ভালো সময়ের যানে
পোকাকাটা ফল পথে হোক আলোচনা ।

আমাকে দেখাও প্রিয় ওপারের রীতি
থাকে যদি কোনও এক প্রাণের বসত
পড়ে নেব সব তার কালাকাল নীতি
রাখব আদর করে প্রগত জগৎ ।

ডানা মেলে উড়ি বড়ো ভাবের আকাশে
এখানে কমছে বায়ু অমল বাতাসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *